Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসনের পটভূমি

ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি শহর বগুড়া। ভারতের রাজা "আশকা" বাংলা জয় করার পর এর নাম রাখেন পুণ্ড্রবর্ধন । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া ১১ নং সেক্টরের অধীনে ছিল ।

 

সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগড়া বা বগুড়া।

উপজেলাসমূহঃ বগুড়াসদর, কাহালু, শিবগঞ্জ, বতলি, সোনাতলা, ধূনট, আদমদীঘি, দুপচাচিয়া, নন্দীগ্রাম, শাহাজানপুর, সারিয়াকান্দি, শেরপুর

প্রধান নদীসমূহঃ করতোয়া, বাঙ্গালী, যমুনা, নাগর

 

জেলা পর্যায়ে ও জাতীয় পর্যায়ের সরকারী কাজ ও দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় বিভিন্ন অফিসের সাথে সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জেলা প্রশাসক এসব কার্যাবলীর সমন্বয়কারী হিসেবে কাজ করে। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার দায় দায়িত্বও তাঁর উপর।