জেলার ক্রীড়া কার্যক্রমের প্রসার ও খেলোয়ারদের স্বার্থ রক্ষায় পরিচালিত হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা
কার্যনির্বাহী পরিষদ ও গঠন প্রণালীঃ
উপদেষ্টা : চেয়াম্যান, জেলা পরিষদ, বগুড়া ।
সভাপতি : মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, বগুড়া।
সহ-সভাপতি : (১) সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম-সেবা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া।
(২) দীনেশ সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বগুড়া।
সাধারণ সম্পাদক : মোঃ মাসুদুর রহমান মিলন
উদ্দেশ্য ও কার্যাবলী:
১) জেলাব্যাপী খেলাধূলার উন্নয়ন, প্রসার এবং সমন্বয় সাধন করা।
২) উপজেলা ক্রীড়া সংস্থা সমূহের অন্তর্ভূক্তি মঞ্জুরীকরণ।
৩) খেলাধূলার প্রশিক্ষণের পরিকল্পনা ও কর্মসূচী প্রণয়ন করা।
৪) খেলাধূলার মান উন্নীতকরণ।
৫) জেলা পর্যায়ে বিভিন্ন খেলায় আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও সংগঠন।
৬) জেলা ক্রীড়া দলসমূহের জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করা।
৭) কাতীয় ক্রীড়া ফেডারেশনের সহিত আলোচনাক্রমে ফেডারেশনের বিধিমালা অনুযায়ী এবং তাহাদের তত্বাবধানে জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠান।
৮) প্রখ্যাত অথচ দরিদ্র ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের অথবা তাহাদের পরিবারের কল্যাণের ব্যবস্থা করা।
৯) অন্তর্ভূক্তিকৃত ক্রীড়া সমিতি/সংস্থাকে আর্থিক এবং অন্যান্য সুবিধার ব্যবস্থা করা।
১০) ক্রীড়া সংক্রান্ত বই, সাময়িকী ইত্যাদি প্রকাশনার ব্যবস্থা করা।
১১) জেলা পর্যায়ে ক্রীড়া বিষয়ক সম্মেলন ও আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করা।
১২) অনুমোদিত ক্রীড়া সমিতি/সংস্থাসমূহের মধ্যে সুষ্ঠু শৃঙ্খলা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করা।
১৩) বিভিন্ন পরিষদ ও উপ-পরিষদ গঠন করা ও তাহাদের বিচার্য/করণীয় বিষয় নির্ধারনকরা।
১৪) জেলা মহিলা ক্রীড়া সংস্থার সংগঠনিক কার্যক্রম ও খেলাধূলার আয়োজনে সহায়তা করা এবং প্রয়োজনে পরামর্শ দান ও তত্ত্বাবধান করা।
১৫) জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক উপরোক্ত উদ্দেশ্য ও কার্যাবলী অর্জনে/সম্পাদনের জন্য এবং জাতীয় ফেডারেশন সমূহ হইতে জারীকৃত নির্দেশাবলী পালনার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
১৬) জাতীয় ক্রীড়ানীতির আলোকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা।
051-65662
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস