সরকারেরগৃহিত বিভিন্ন নীতিমালা, পরিকল্পনা ও সিদ্ধান্তসমূহ সফলভাবে বাস্তবায়নেপ্রশাসনের বিকেন্দ্রিকরণ একটি শক্তিশালি পদক্ষেপ। এর মাধ্যমে কেন্দ্রিয়সিদ্ধান্তসমূহ খুব দ্রুত ও কার্যকরভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা সম্ভবহয়। বাংলাদেশের মাঠ পর্যায়ে প্রশাসনগুলোর মধ্যে জেলা প্রশাসন অত্যন্তগুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যারয়রকর্মকর্তাগণ সরকারি নীতিমালার বাস্তবায়ন, রাজস্ব আদায়, দুর্যোগ মোকাবেলা, উন্নয়নমূলক কার্যক্রম, জাতীয় নির্বাচনসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করেথাকে। বগুড়া জেলা রাজশাহী বিভাগের একটি অন্যতম গুরুত্বপুর্ন জেলা হিসেবেবিবেচিত। যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের দিক থেকে এ জেলাকে উত্তর বঙ্গেরপ্রবেশদ্বার বলা হয়।
১৮২১ সালে জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, নওগাঁর কিছু অংশসহ বৃহৎ এলাকা নিয়ে বগুড়া জেলা গঠিত।
১৮৫০ সালে বগুড়া শহর প্রতিষ্ঠিত হয়।
১৮২১ সালে ৯ টি থানা নিয়ে বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয়।
১৯৮৩ সালে বগুড়া জেলা ভেঙে বগুড়া এবং জয়পুরহাট নামক দুটি জেলা গঠিত হয়
বর্তমানে ১২ টি উপজেলা নিয়ে বগুড়া জেলা গঠিত।
এখানে ৭টি সংসদীয় আসন রয়েছে
স্বাধীনতা পূর্ব এবং উত্তরকালে এ জেলায় মোট ২১৮ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন এবং করছেন।