Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তথ্য আইন ও বিধিমালা

তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং ৩৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। তথ্য অধিকার জনগণের এই মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত হওয়ায় তথ্য অধিকার বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পথ সুগম হয়েছে।

সরকারী, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা, সরকারী ও বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থা, কোন আইন দ্বা বা আইনের অধীনে প্রতিষ্ঠিত কোন সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠান এবং সরকার বা কোন সরকারী সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সরকারী কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কোন বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পাদনে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করে জনগণের ক্ষমতায়ন এই আইনের মূল উদ্দেশ্য।

 

ক্রমিক নং 
তথ্য আইন ও বিধি
ডাউনলোড
তথ্য অধিকার আইন ২০০৯     (বাংলা)
তথ্য অধিকার আইন ২০০৯     (ইংরেজি)
তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত ) বিধিমালা২০০৯
তথ্য অধিকার (তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা) প্রবিধানমালা২০১০
তথ্য অধিকার (অভিযোগ দায়ের ও নিষ্পত্তি সংক্রান্ত) প্রবিধানমালা২০১১
তথ্য অধিকার (তথ্য প্রকাশ ও প্রচার) প্রবিধানমালা২০১০