Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ট্রেজারী শাখা
নাগরিক সেবা

প্রশ্ন

উত্তর

ক) ভেন্ডার লাইসেন্স কিভাবে পাওয়া যায়                                               

খ) বিভিন্ প্রকারের স্ট্যাম্প কতদিন পর পর সরবরাহ করা হয় ?

 গ) সাধারণত কিকি পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ করা হয় ?
জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করতে হয়। পরবর্তিতে সঙশ্লিষ্ট উপজেলা নির্বাহি অফিসার ও সাব-রেজিস্ট্রার এর তদন্ত/মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয় ভেন্ডার লাইসেন্সের অনুমতি প্রদান করে থাকেন।

সপ্তাহে একদিন বিভিন্ন প্রকার স্ট্যাম্পের চালানের টাকা ব্যাংকে জমার পর ব্যাংক স্ক্রল প্রাপ্তি সাপেক্ষে স্ট্যাম্প সরবরাহ করা হয়।


 এস.এস.সি, এইচ.এস.সি, অনার্স, মাস্টার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সকল প্রকার পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ করা হয়।

চলতি প্রকল্পসমূহ

কোন প্রকল্প নেই।


কার্যক্রম

ক) মূল্যবান সম্পত্তি সংরক্ষণ।

খ) রেভিনিউ স্ট্যাম্প, পোস্টেজ স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং জুডিশিয়াল স্ট্যাম্প সংরক্ষণ।

গ) ভেন্ডার লাইসেন্স প্রদান।

ঘ) বিভিন্ন প্রকার পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ।

 


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয় (১ম তলা/নীচতলা) বগুড়া। শাখা কক্ষ নং ১০৫, ট্রেজারি অফিসার কক্ষ নং-১০৬, ফোনঃ ০২৫৮৯৯০২২০১, ই-মেইল : actrbogura@mopa.gov.bd, ই-মেইল : dcbogra.treasury@ gmail.com actrbogura@mopa.gov.bd, dcbogra.treasury@ gmail.com


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা