Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জুডিশিয়াল মু্ন্সিখানা ( জেএম ) শাখা
বিস্তারিত

জেএম শাখা

জেলা প্রশাসকের কার্যালয়

বগুড়া।


নাগরিক সেবা

0


চলতি প্রকল্পসমূহ

এ শাখায় কোন প্রকল্প নেই।


কার্যক্রম

একনালা/দুইনালা বন্দুক / রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনকরার পর ডিএসবি শাখার সন্তোষজনক মতামত প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স প্রদানকরা হয়।

পিস্তল/রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে ডিএসবিশাখার সন্তোষজনক মতামত প্রাপ্তির পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়।

বিশিষ্টশিল্পপতি যার বাৎসরিক আয়কর-২,০০,০০০/- টাকা। লাইসেন্সধারীর বার্ধক্যজনিতকারণে এবং মৃত্যুজনিত কারণে ওয়ারিশের অনুকূলে অস্ত্র হসতান্তরের ক্ষেত্রেলাইসেন্স প্রদান করা হয়।

একনালা/ দুইনালা বন্দুক/ রাইফেল লাইসেন্সেরক্ষেত্রে ২৫ বৎসর।

পিসতল/ রিভলবার লাইসেন্সের ক্ষেত্রে- ৩২ বৎসর।

জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র, জাতীয়পরিচয়পত্র, আয়কর সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেট।

একনালা/ দুইনালা বন্দুক লাইসেন্সের ক্ষেত্রেফি- ১,৫০০/- টাকা। ও ভ্যাট ১৫%

পিসতল/ রিভলবার এর ক্ষেত্রে ফি-৫,০০০/- টাকা ও ভ্যাট ১৫%

রাইফেল লাইসেন্সের এর ক্ষেত্রে ফি-২,০০০/- টাকা ও ভ্যাট ১৫%

সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নবায়ন করতে হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলাম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতায় নবায়নের সময়সীমা পরবর্তী বছরের জানুয়ারী মাসপর্যন্ত বৃদ্ধি করে থাকেন।

গাদা বন্দুক/তরবারির নবায়নের ক্ষেত্রে- ৪০০/- টাকা ও ভ্যাট ১৫%

একনালা/ দুইনালা বন্দুক/রাইফেল লাইসেন্সের নবায়নের ফি-১,০০০/- টাকা ও ভ্যাট ১৫%

পিসতল/ রিভলবার এর লাইসেন্সের ক্ষেত্রেফি- ৩,০০০/- টাকা ও ভ্যাট ১৫%


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয় (২য় তলা) বগুড়া, শাখা কক্ষ নং-২৩৩, ভারপ্রাপ্ত কর্মকর্তা কক্ষ নং-২৩৪, ফোনঃ ০২৫৮৯৯০০০৪১, ই-মেইল: acjmbogura@mopa.gov.bd, ই-মেইল : dcofficebogra.jm@gmail.com


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা